পহেলা বৈশাখের শুভেচ্ছা এসএমএস ও স্ট্যাটাস: প্রতিবছর বাঙালি জাতি যে সকল আচার অনুষ্ঠান জাঁকজমক ভাবে পালন করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে পহেলা বৈশাখ। এটি হচ্ছে বাঙালি সংস্কৃতির একটি উৎসবের দিন। সেইদিন হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন হচ্ছে পহেলা বৈশাখ। এই দিনের মাধ্যমে মূলত বাংলা নতুন বছর শুরু হয় এবং জাকজমকপূর্ণভাবে প্রতিটি বাঙালি বাংলা বছরকে সাদরে গ্রহণ করে থাকে। তাইতো তাদের বন্ধুবান্ধব আপনজন কিংবা শুভাকাঙ্ক্ষীদের পহেলা বৈশাখের শুভেচ্ছা বিভিন্নভাবে আদান প্রদান করে থাকেন। অনেকেই শুভেচ্ছা জানানোর জন্য পহেলা বৈশাখের স্ট্যাটাস এবং সুন্দর সুন্দর এসএমএস গুলো ব্যবহার করেন এজন্যই মূলত আজকের প্রতিবেদনটিতে আমরা পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস ও বেশ কিছু এসএমএস নিয়ে এসেছি। যেগুলো আপনি পয়লা বৈশাখের দিনে আপনার বন্ধু বান্ধব কিংবা শুভাকাঙ্ক্ষীদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারবেন।
প্রতিবছর বাঙালির একটি ঐতিহ্যবাহী উৎসবের নাম হচ্ছে পহেলা বৈশাখ কেননা এই উৎসবের মাধ্যমে মূলত বাঙালি জাতি তাদের সংস্কৃতির বিষয়বস্তুগুলো নিজের মাঝে ধারণ করে রাখে। তারা পহেলা বৈশাখের আয়োজন এবং পহেলা বৈশাখ পালন করার মাধ্যমে বাংলা নতুন বছরকে বরণ করে এবং সেই সাথে পুরনো বছরের সমস্ত দুঃখ কষ্ট এবং বেদনাদায়ক স্মৃতিগুলো বিদায় জানিয়ে থাকে। পহেলা বৈশাখের মাধ্যমে একদিকে পুরাতন বছরের বিদায় এর ঘন্টা বেজে উঠে অপরদিকে নতুন বছরের আগমনী বার্তা প্রতিটি বাঙালির মাঝে চলে আসে। তাইতো শুধুমাত্র বাংলাদেশ নয় বরং ওপার বাংলার প্রতিটি বাঙালি পরিবার এই পহেলা বৈশাখের দিনটি বেশ আড়ম্বরপূর্ণভাবে আয়োজন করে থাকে। পহেলা বৈশাখের দিন ধরা পান্তা ইলিশ খাওয়ার মাধ্যমে দিনটি শুরু করে থাকে সেই সাথে এই পহেলা বৈশাখের আয়োজনে বাংলা নববর্ষ কিংবা বৈশাখী মেলা আয়োজন করা হয় যেখানে প্রতিটি মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য এবং রবীন্দ্র গীতি কিংবা সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
পহেলা বৈশাখের শুভেচ্ছা এসএমএস
প্রতি বছর পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিনে নতুন বছরের শুভেচ্ছা প্রতিটি মানুষ নিজের বন্ধু-বান্ধব কিংবা শুভাকাঙ্ক্ষীদের মাঝে বিনিময় করে থাকেন। বর্তমান সময় পহেলা বৈশাখ কিংবা একজন মানুষের জীবনের বিশেষ দিনগুলোতে শুভেচ্ছা জানানোর জন্য সোশ্যাল মিডিয়া অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাইতো আমরা আজকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানানোর জন্য বেশ কিছু এসএমএস আমাদের এই পোস্টটিতে নিয়ে এসেছি যেগুলো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে তাদেরকে শুভেচ্ছা জানাতে পারবেন। নিচে পহেলা বৈশাখের শুভেচ্ছা এসএমএস তুলে ধরা হলো:
চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো…!
#শুভ নববর্ষ
পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। *শুভ পহেলা বৈশাখ-
নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।…
নতুন আশা নতুন প্রাণ, নতুন হাসি নতুন গান, নতুন সকাল নতুন আলো, নতুন দিন হোক ভালো, দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই শুভ নববর্ষ
পানতা ইলিশ আর ভরতা বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো… শুভ নববর্ষ
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রাণ । পুরনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর আনন্দময় ! এই কামনায় তোমাদের জানাই (“শুভ_নববর্ষ_
বাউল গানের সন্ধ্যা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রাঙ্গা মাটির পথটি জুড়ে । শুভ নববর্ষ…..
পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস
এখন আমরা আপনাদের উদ্দেশ্যে পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো শেয়ার করব যেখানে আপনি বাংলা নতুন বছরের নতুন নতুন আনন্দ এবং খুশি ভাগাভাগি করার মাধ্যমে এই স্ট্যাটাস গুলো শেয়ার করতে পারবেন। আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সুতরাং আপনারা যারা পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে সকল স্ট্যাটাস দেখে নিন।
পানতা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ…
নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান..
এসো হে বৈশাখ এসো এসো ((শুভ পহেলা বৈশাখ))
নতুন আশা নতুন প্রান______♥
নতুন হাসি নতুন গান_______♥
নতুন সকাল নতুন আলো___♥
নতুন দিন কাটুক ভালো______♥
দুঃখকে ভুলে যাই___________♥
নতুন কে স্বাগত জানাই______♥
________শুভ পহেলা বৈশাখ_________
পুরনো যত হতাশা, দুঃখ,অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
*শুভ পহেলা বৈশাখ*
ঝরে গেলো আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা ।
বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় “শুভ পহেলা বৈশাখ”
নতুন পোশাক নতুন সাঁজ, নতুন বছর শুরু আজ,
মিষ্টি মন মিষ্টি হাঁসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি ।
চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে,
সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো ।
((( শুভ পহেলা বৈশাখ )))
বার মাসে তের পার্বণ এবার এলো বলে,
বাঙ্গালির একটি বছর বয়ে গেলো চলে!!!
নতুন বছরে আসুক শুধু আনন্দের স্পর্শ,,
আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই ****শুভ পহেলা বৈশাখ****