বিকাশ বিদ্যুৎ বিল পেমেন্ট অফার (বিদ্যুৎ বিল পেমেন্ট)

বিকাশ বিদ্যুৎ বিল পেমেন্ট অফার (বিদ্যুৎ বিল পেমেন্ট): বর্তমান সময়ে বাংলাদেশের অনলাইন মোবাইল ব্যাংকিং সেবা সমূহের মধ্যে অন্যতম একটি হচ্ছে বিকাশ যা এখন বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বিকাশের মাধ্যমে কোন মানুষ সকল ধরনের আর্থিক লেনদেন সহজে করার সুযোগ পাচ্ছে। বর্তমান সময়ে বিকাশ গ্রাহকদের যে সমস্ত সেবা দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধ করা অর্থাৎ বিকাশের মাধ্যমে এখন ঘরে বসেই বিদ্যুৎ বিল সহজেই পেমেন্ট করা সম্ভব হচ্ছে। বিকাশ শুধুমাত্র ঘরে বসে বিদ্যুৎ বিল পেমেন্ট সহায়তা করছে তা নয় বড় গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল পেমেন্ট অফার চালু করছে অর্থাৎ যারা বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকে তাদের জন্য বিকাশ বিভিন্ন ধরনের অফার প্রদান করে থাকে। এজন্য আজকে বিকাশ বিদ্যুৎ বিল পেমেন্ট অফার সম্পর্কিত পোস্টটি আপনাদের জন্য নিয়ে এসেছি। যেখানে আপনারা বিদ্যুৎ বিল পেমেন্ট বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জেনে নিতে পারবেন।

দৈনন্দিন জীবনে প্রতিটি মানুষ প্রযুক্তির মাধ্যমে তাদের বাস্তব জীবনে বিভিন্ন ধরনের কার্য সহজেই সম্পন্ন করার সুযোগ পাচ্ছে। প্রযুক্তির বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গুলো মানুষের ব্যক্তি জীবনকে সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মানুষ যেমন তাদের ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রেই উপকৃত হচ্ছে তেমনি ইন্টারনেট প্রযুক্তির অনলাইন পরিষেবা গুলো এখন জীবন জুড়ে মানুষের বিভিন্ন ধরনের কার্যক্রম ঘরে বসে সম্পন্ন করার দারুণ এক সুযোগ করে দিয়েছে। তাইতো মনে যখন ঘরে বসে তাদের আর্থিক লেনদেন থেকে শুরু করে যাবতীয় কাজ অনলাইন পরিষেবার মাধ্যমে করার সুযোগ পাচ্ছে। অর্থনৈতিক লেনদেন করার জন্য এখন বাংলাদেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান হিসেবে বিকাশ ব্যাপক পরিচিতি লাভ করেছে। বিকাশের মাধ্যমে প্রতিটি মানুষ তাদের আর্থিক যাবতীয় লেনদেন সম্পূর্ণ করার সুযোগ পাচ্ছে এছাড়াও বিকাশ তাদের প্রয়োজনীয় বিদ্যুৎ বিল কারেন্ট বিল অথবা গ্যাস বিল ওয়াইফাই বিল যাবতীয় বিল বিভিন্ন ধরনের অফারের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ দিচ্ছে।

বিকাশ বিদ্যুৎ বিল পেমেন্ট অফার (বিদ্যুৎ বিল পেমেন্ট)

বর্তমান সময়ে বিকাশের মাধ্যমে প্রতিটি ব্যবহারকারী তাদের আর্থিক যাবতীয় লেনদেন পরিশোধ করে থাকেন। তাইতো এখন অধিকাংশ মানুষ বিদ্যুৎ অফিসে গিয়ে তাদের বিদ্যুৎ বিল জমা না দিয়ে বরং বিকাশের মাধ্যমে বিভিন্ন অফারের মাধ্যমে তারা বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন। তাইতো প্রতিনিয়ত অনেকেই বিদ্যুৎ বিল বিকাশে পরিশোধ করার জন্য পেমেন্ট অফার সম্পর্কে তথ্যগুলো খুজে থাকেন তাদের উদ্দেশ্যে আজকের পোস্টটিতে বিকাশ বিদ্যুৎ বিল পেমেন্ট অফার পোস্টটি তুলে ধরেছে যেখানে আপনারা বিকাশে বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য বেশ কিছু অফার জানতে পারবেন এবং এই অফার গুলো উপভোগ করে আপনি আপনার বিদ্যুৎ বিল সহজেই পরিশোধ করতে পারবেন। নিচে বিকাশ বিদ্যুৎ বিল পেমেন্ট অফার সম্পর্কিত পোষ্টের সকল অফার তুলে ধরা হলো:

অফারের বিস্তারিত:

  • মাসে প্রথম ৪ টি বিদ্যুৎ বিল এবং যত খুশি ততবার গ্যাস, পানি এবং টেলিফোন বিল বিকাশ করতে পারবেন কোন চার্জ ছাড়াই
  • এই অফারটি বিকাশের সকল গ্রাহকের জন্য প্রযোজ্য
  • *২৪৭# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ এর মাধ্যমে অফারটি উপভোগ করতে পারবেন
  • লেনদেনের পরিমানে কোন লিমিট প্রযোজ্য নয়

 

বিদ্যুৎ বিলারদের তালিকা (৪ টি ফ্রি বিলের জন্য):

Electricity Biller Name Short Code
Dhaka Electric Supply Company Limited (DESCO POST) DESCOPOST
West Zone Power Distribution Company Limited WZPDCL-1 WZPDCL
NWZPDCL NESCO
West Zone Power Distribution Company Limited WZPDCL Prepaid WZPDCLPre
Bangladesh Rural Electrification Board-BREB Pallibidyut
Dhaka Electric Supply Company Limited DESCO DESCO
Teletalk Bangladesh Ltd REB
Northern Electricity Supply Company Ltd NESCOPre
Dhaka Power Distribution Company Limited-1 (DPDC prepaid) DPDCprepaid
Dhaka Power Distribution Company Limited (DPDC postpaid) DPDCpostpaid
Palli Bidyut (Prepaid) BREBPrepaid
Bangladesh Power Development Board BPDBprepaid
Bangladesh Power Development Board BPDB
Bangladesh Power Development Board BPDBSylhet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *